গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার করিহাতা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সোমবার দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আলাদ্দিন, করিহাতা ইউনিয়ন আমীর মাওলানা জালাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে, তাদের প্রত্যেককে তিন মাসের সেলাই প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। এতে তারা নিজেদের পরিবারের জন্য আয়-রোজগারের ব্যবস্থা করতে পারবেন এবং স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে পারবেন।
উল্লেখ্য, এ ধরনের প্রশিক্ষণ ও মেশিন বিতরণের মধ্য দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হলে সমাজে দারিদ্র্য কমবে এবং নারীরা পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।