মিছবাহ উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) : ঈদগাঁওয়ের ঐতিহ্যবাহী ঈদগাঁও (ফুলেশ্বরী) নদী দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে দখলদার নজরুল ইসলামের বিরুদ্ধে। তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী পশ্চিম ঘুমাতলি এলাকার বাসিন্দা।
গত সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের ডিসি রোডের ছাগল বাজার সংলগ্ন নজরুল মার্কেটের পেছনে খালের পাড় দখল করে পাকা গাইডওয়াল নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা জানান, নদীর প্রাকৃতিক প্রবাহের জায়গা সংকুচিত হওয়ায় বর্ষার সময় পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা দেখা দেবে। এতে বাজার এলাকার শত শত দোকানপাট ও ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম জানান, বর্ষায় ঢলের পানি থেকে মার্কেট রক্ষায় রেজিষ্ট্রি জায়গার ভেতরেই গাইডওয়াল নির্মাণ করা হচ্ছে, এটি কোনো স্থাপনা নয় বা অবৈধ দখল নয়।
তবে স্থানীয় ও ব্যবসায়ীদের দাবি, গত কয়েক বছর ধরে ঈদগাঁও (ফুলেশ্বরী) নদীর উভয় পাড়ে প্রভাবশালীরা দখল করে একের পর এক স্থাপনা গড়ে তুলছে। ফলে খালের প্রস্থ কমে গেছে, পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও অস্তিত্ব।
এ নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলোও উদ্বেগ প্রকাশ করে বলেন, ঈদগাঁও’র ঐতিহ্যবাহী ঈদগাঁও (ফুলেশ্বরী) নদীকে রক্ষা করতে হলে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা ও নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করা জরুরি।
এ বিষয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে জেলা প্রশাসক আব্দুল মান্নান এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান চান যেন দখল দূষণ থেকে মুক্ত হয়ে ঈদগাঁও (ফুলেশ্বরী) নদী আবার ফিরে পায় তার আগের রূপ।