খুবিতে তথ্যচিত্র প্রদর্শনী ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা
খুলনা ব্যুরো : খুলনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মসমূহের উদ্যোগে ‘জুলাই জাগরণ: আমরাই মিডিয়া’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি কীভাবে তরুণ সমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। জুলাই আন্দোলনের সময় মূলধারার গণমাধ্যম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও, খুলনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম এবং দেশব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম জোরালো ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন প্ল্যাটফর্মগুলো সবসময় ক্যাম্পাসের নানা ঘটনা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে-যা ইতিবাচক। তবে এগুলোর মাধ্যমে কাউকে হেয় প্রতিপন্ন না করে সমাধানের পথ খুঁজতে হবে, যাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ না হয়।
অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র গঠনে অনলাইন প্ল্যাটফর্মগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একতা হারালে জনসম্পৃক্ততা হারিয়ে যাবে। তাই গুজব, চরিত্র হনন ও মব সৃষ্টির মতো ঘটনার বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শাপলা সিংহ। এ সময় চারুকলা স্কুলভুক্ত ডিসিপ্লিন সমূহের শিক্ষক, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনীতে ২৪ এর গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও তাদের মায়েরা, বোনেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে জুলাই আন্দোলনের প্রামান্য চিত্র অবলোকন করেন। সেখানে যে চিত্র ভেসে আসে তা দেখে কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি।
চলচ্চিত্র প্রদর্শনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, জেলা বি এন পি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদীসহ ছাত্রী নেতৃবৃন্দ এবং আন্দোলনে ভূমিকা পালনকারী ২ জন মা।
বক্তাগণ বলেন ৭১ এ স্বাধীনতা যুদ্ধে যেমন মায়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তেমন ২৪ এর গণঅভ্যুত্থান আন্দোলনেও তাদের ভূমিকা প্রসংশনীয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের মায়েদের পাশে রেখে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে পালন
নরসুন্দা নদী পরিষ্কার কার্যক্রম
কিশোরগঞ্জ সংবাদদাতা : গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে আইডিয়া বাস্তবায়নের অংশ হিসেবে কিশোরগঞ্জ পৌরসভার নরসুন্দা নদী পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান।এ সময় জেলা পরিষদ,কিশোরগঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোছাঃ মুস্তারী কাদেরী, কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান,পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র প্রদর্শনী
আশরাফুল আলম সিদ্দিকী কাজল, চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : জুলাই জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারীদের স্মরণে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডাঃ এ,কে,এম শাহাব উদ্দীন, পিপি এ্যাডভোকেট আবদুল ওদুদ প্রমুখ। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা আব্দুর রাহিম ও জুলাই কন্যা লিমা জুলাই আন্দোলনের অনুভূতির কথা ব্যক্ত করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জুলাই আগস্টের চেতনা শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি একটি মূল্যবোধ। যেখানে গণতন্ত্র, মানবতা ও সাম্যের জন্য ছাত্র-জনতা আত্মত্যাগ করেছেন। বক্তারা আরো বলেন, এই অভিভাবক সমাবেশের মাধ্যমে শুধু ইতিহাসের পুনঃস্মরণ নয়, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ জাগিয়ে তোলারও একটি প্রয়াস চালানো হচ্ছে। জুলাই শহিদরা বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন। তাঁদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটে এবং জন্ম নেয় নতুন অধ্যায়ের বাংলাদেশ।
অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারীদের স্মরণে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কটিয়াদী’র জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।
কটিয়াদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২ আগস্ট (শনিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা জামায়েতের সেক্রেটারী মাহমুদুল হাসান, উপজেলা কর্মসম্পাদন পরিষদের সদস্য জামাল উদ্দিন, , কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি মো: সাইফুল ইসলাম, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস) এর চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।
চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন।
গণঅভ্যুত্থান স্বরণ রেমিট্যান্স যোদ্ধা দিবস
লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটে ছাএ জনতার গণ-অভ্যুথ্থান স্বরণে ও রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রাসেল হোসেন, টিটিসির অধ্যক্ষ আইনুল হক, এ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম শাপলা ও কাউন্সিলর প্রবাসী কল্যাণ সেন্টার রংপুরের মোঃ তরিকুল ইসলামসহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। লালমনিরহাট জেলা প্রশাসন, লালমনিরহাট টিটিসি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস লালমনিরহাটের যৌথ উদ্যোগে লালমনিরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২ আগষ্ট টায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেছেন, জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছে। সে সকল শহীদ পরিবারের প্রতি সমবেদনা ও তাদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং রেমিট্যান্স যোদ্ধাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিদেশে গিয়ে প্রতারণার শিকার যাতে না হয়। সে দিকে সংশ্লিষ্টদের সজাগ থাকার আহবান জানান।
জুলাই সনদ ঘোষণার দাবিতে শিবিরের
পঞ্চগড় সংবাদদাতা: জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল জুলাই দ্রোহ করেছে। শনিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ব্যারিস্টার বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
এতে ছাত্র শিবিরের জেলা, উপজেলা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। পরে চৌরঙ্গী মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবুল বাশার বসুনিয়া, তোফায়েল প্রধান, জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি, শহীদ আবু ছায়েদের ছেলে মামুন ইসলাম, ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা সভাপতি রাশেদ ইসলাম ও সেক্রেটারী মোহিবুল্লাহ মোহিব প্রমুখ।
এ সময় বক্তারা জানান, গণঅভ্যুত্থানের এক বছর হতে চললেও জুলাই হত্যাকান্ডের দৃশ্যমান কোন বিচার দেখা যাচ্ছে না। ইন্টিরিম সরকারের কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এখনো স্বৈরাচারের দোসরেরা পঞ্চগড়ে দেদারসে ঘুরে বেড়াচ্ছে। কাউকে পুলিশ গ্রেপ্তার করছে না অথচ গত ফ্যাসিস্ট আমলে কেউ অভিযোগ দিলেই বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করতো, নানা মিথ্যা মামলায় জড়িয়ে দিত।
জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ
ছায়া সরিয়ে যারা এনেছিল ভোর, ইতিহাসে তাদেরও স্থান আছে-বক্তারা
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এ অনুষ্ঠানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, সহকারী কমিশনার মেহেদী হাসান, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীরসহ শহীদ ও আহত পরিবারবর্গ।
আলোচনায় বক্তারা বলেন, ইতিহাস শুধু মিছিল ও স্লোগানে নয়, লেখা হয় যারা নীরবে ত্যাগ স্বীকার করেন, তাদের হাত ধরেও। ‘জুলাইয়ের মায়েরা’ছিলেন এমনই কিছু সাহসিনী, যারা অন্ধকার ছাপিয়ে এনে দিয়েছিলেন একটি নতুন সকালের সম্ভাবনা।
সমাবেশে শহীদ রাকিবের মা বিচার দাবি করেন জুলাই হত্যাকা-ের। অনুষ্ঠানে ‘রেড জুলাই’ শিরোনামে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়, যেখানে সেই সময়ের ঘটনাবলি ও আত্মত্যাগের স্মৃতি তুলে ধরা হয়।
র্যালি ও আলোচনা সভা
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : চব্বিশের গণ অভ্যূত্থান স্মরণে মাগুরায় জিয়া পরিষদ ও সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার শহরের নোমানী ময়দান থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাগুরা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডাক্তার আলিমুজ্জামানের সভাপতিত্বে “রক্তাক্ত-২৪” এর গণ অভ্যূত্থান শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলী আহমেদ।
অধ্যাপক কবিরুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রইচ উদ্দিন তুষার, জিয়া পরিষদ সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বাবলু সহ অন্যরা।
জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা হলরুমে জুলাই পুনর্জাগরণে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিলাল হোসেন।
এ সময় সমাবেশে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের মায়েরা এবং অভিভাবকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে জাতির গর্ব, ত্যাগ ও সাহসিকতার প্রতীক এই মায়েদের প্রতি সম্মান জানানো হয়।
অভিভাবক সমাবেশ
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জে হোসেনপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে (২ আগস্ট) উপজেলা পরিষদ হল রুমে জুলাই পূনর্জাগরণে “ জুলাইয়ের মায়েরা “ শীর্ষক কর্মসূচি অনুষ্টান পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত ও গীতা পাঠসহ জুলাই গনঅভ্যুত্থানে যোদ্ধাদের স্বরনে এক মিনিট দাড়িয়ে সম্মান প্রর্দশন করে, জুলাই গনঅভ্যুত্থানের ডকুমেন্টারী প্রদর্শনীয় মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা
বিশেষ অতিথি হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মাতা ফাতেমাতু জহুরা, জুলাই গনঅভ্যুত্থানের যোদ্ধা আল আমীন ভূইয়া, মোস্তাক আহমেদ রাব্বি, এসময় উপস্থিত ছিলেন হোসেনপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
পরে জুলাই গনঅভ্যুত্থানে শহীদের ও আহত যোদ্ধাদের মায়েদের ক্রেস্ট বিতরণ করে বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।