সোনারগাঁও সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া প্রচারণায় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি গণমানুষের সাথে কথা বলছেন, তাদের কথা শুনছেন এবং তাদেরকে কাক্সিক্ষত সোনারগাঁ ও শিদ্ধিরগঞ্জ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন।

গতকাল বুধবার সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৭ নং ও ৮ নং ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন তিনি। পিরোজপুর ইউনিয়নের বাটি বন্দর নদীর পাড় থেকে শুরু করে জৈনপুর গ্রাম পর্যন্ত গণসংযোগ করেন। গণসংযোগে সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা জামায়াতের পাশে থাকার, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় জামায়াত প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, এখনো বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজ, জুলুমবাজ ও দখলবাজ বিদায় নেয়নি। আগে যারা চাঁদাবাজি করতো এখনো সেই জায়গায় অন্য কেউ চাঁদাবাজি করছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর স্পষ্টবার্তা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজি করে না কাউকে চাঁদাবাজি করতে দিবে না। জামায়াত দখল বাজি করে না কাউকে দখলবাজি করতে দিবে না। জামায়াতে ইসলামী সন্ত্রাসী করে না কাউকে সন্ত্রাসী করতে দিবে না।

এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার কবির হোসেন, উপজেলা জামায়াতের দক্ষিণের সেক্রেটারি আসাদুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি নুরুল ইসলামসহ অসংখ্য নেতা-কর্মী।