আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ব্যাংকারদের দায়িত্ব ও ভূমিকা আরও সুদৃঢ় করার লক্ষ্যে যশোরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিবিএ), যশোরের উদ্যোগে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের সার্কিট হাউস পাড়াস্থ প্রাচ্য সংঘ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামের যশোর পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যশোর শাখার সেক্রেটারি মুস্তাক আহমেদ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি এম এম কলেজ, যশোরের সাবেক ভিপি মোঃ আব্দুল কাদের। তিনি বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন কেবল অবকাঠামোগত অগ্রগতির মাধ্যমে সম্ভব নয়, এর সঙ্গে আর্থসামাজিক ভারসাম্য ও দারিদ্র্য বিমোচন অপরিহার্য। এ ক্ষেত্রে ব্যাংকারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ব্যাংকিং খাত যদি ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক জনগোষ্ঠী এবং যুবসমাজকে সহায়তার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে, তবে দারিদ্র্য হ্রাসের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে। মোঃ আব্দুল কাদের ব্যাংকারদের মানবিক ও নৈতিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন ইসলামী মূল্যবোধভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাই সমাজে বৈষম্য কমাতে এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন সুদমুক্ত ও ন্যায়ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠলে সমাজের অবহেলিত জনগোষ্ঠী আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ পাবে। তিনি ব্যাংকারদের সমাজ উন্নয়নে আরও দায়িত্বশীল ও জনকল্যাণমুখী হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সহকারী সেক্রেটারি মোঃ গোলাম কুদ্দুস বলেন,
ব্যাংকিং খাতকে শুধু লাভকেন্দ্রিক না রেখে সমাজ উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, নৈতিকতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত ব্যাংকিং ব্যবস্থা দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং পেশাজীবীদের সম্মিলিত উদ্যোগে আর্থসামাজিক উন্নয়নের পথ আরও গতিশীল হবে।
ব্যাংকাররা যদি সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করেন, তবে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে খন্দকার রশীদুজ্জামান রতন বলেন, আর্থিক খাতের পেশাজীবীরা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। ব্যাংকারদের সঠিক দিকনির্দেশনা ও মানবিক দৃষ্টিভঙ্গি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা অফিস সেক্রেটারি নুরই আলানুর মামুন, পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল শহর আমি মাওলানা ইসমাইল হোসেন, খুরশিদুল আলম প্রমুখ। কর্মশালাটি প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।#