বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : নিকলী উপজেলার পূর্ব গ্রামের ক্ষুদ্র মুরগী ফার্মে অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্ত সুমন মিয়াকে আর্থিক অনুদান প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য,কিশোরগঞ্জ জেলা আমীর ও কিশোরগঞ্জ - ৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো:রমজান আলী। তিনি অগ্নিকান্ডে ক্ষতি কাটিয়ে উঠতে আল্লাহর কাছে দোয়া করেন। এসময় তার সাথে ছিলেন নিকলী উপজেলা আমীর আবুল হোসেন, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মুসলেমউদ্দীন রহমানী,মাওলানা নাসিরুদ্দিন, হুমায়ুন কবির, মতিউর রহমান, কামরুল ইসলাম প্রমুখ।