নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : নেছারাবাদে ওমান প্রবাসীর দাওয়াতে ২ভাইকে সাথে নিয়ে পিরোজপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী। পিরোজপুর-১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী এবং ছোট ভাই নাসিম সাঈদী অনেক দিন পরে নেছারাবাদে আসেন। নেছারাবাদে ৩ সাঈদী পুত্রের আগমনে জামায়াতের নেতাকর্মী এবং স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
তারা ২৬ ডিসেম্বর শুক্রবার এশার নামাযের পর নেছারাবাদে জামায়াত কার্যালয়ে এসে পৌঁছায় এবং রাত ৯টারদিকে মাহামুদকাঠী বাশবাড়ি জামে মসজিদে পৌঁছলে আপামর জনসাধারণ তাদেরকে বরণ করেন। স্থানীয়দের উদ্দেশ্যে তিন ভাই সংক্ষিপ্ত মত বিনিময় শেষে ঐ মসজিদে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী (রহ:), শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.), মরহুম মাওলানা রফিকুল ইসলাম সাঈদী (রহ:) ও সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় করে দোয়া করা হয়।