মেহেরপুর ৭৪- ২ গাংনী সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাডাডব থেকে শুরু করে গাংনীর শেষ সীমানা খলিশা গুন্ডে পর্যন্ত এই মানববন্ধন বা মানব প্রাচীর মধ্যে দিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন গাংনীর বিএমপি এর নেতা কর্মীরা।বক্তারা বলেন যে মানুষটাকে ধানের শীষের প্রতীক দিয়েছে সে দীর্ঘদিন ছেলের কাছে আমেরিকায় বসবাস করেছে। বিগত ১৬ বছরের আওয়ামী লীগের দুঃশাসন থেকে বিএনপি’র নেতাকর্মীদের ফেলে রেখে তিনি আমেরিকায় পালিয়ে গিয়াছিলেন। বিএমপির দুঃসময়ের নেতা মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন তিনি নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের হামলা মামলা মোকাবেলা করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছেন। আমরা সেই নেতাকেই ধানের শীষের প্রতীক হাতে তুলে দিবেন আপোহিন নেত্রী বেগম খালেদা জিয়া।
গ্রাম-গঞ্জ-শহর
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন
মেহেরপুর ৭৪- ২ গাংনী সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।