বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর শাখার পেশাজীবী-২ সাংগঠনিক থানার ডিপ্লোমা কৃষিবিদ ফোরামের ওর্য়াড সভাপতি প্রবীন রুকন শাহ্ আলমের (৬৫) দাফন কার্য দ্বিতীয় জানাজা শেষে গতকাল রোববার দুপুরে তাঁর গ্রামের বাড়ী রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মোক্তার পাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।

তিনি গত শনবিার দুপুর ১২ টায় ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহা সমাবেশে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে তিনি সোহরাওর্য়াদী উদ্যানের মাঠে জাতীয় মহা সমাবেশে অংশ নিয়ে অসুস্থ বোধ করেন। সাথে সাথে তাঁকে কাঁকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার প্রথম জানাজা নামাজ গতকাল রোববার সকাল সাড়ে ৮ টায় নগরীর পর্যটন পাড়ায় সাতগাড়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

মরহুমের দ্বিতীয় জানাজা সকাল সাড়ে ১০ টায় তাঁর গ্রামের বাড়ী রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মোক্তার পাড়া গ্রামের হাফেজিয় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এসব জানাজা নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান এবং জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাসহ স্থানীয় মুসল্লীবৃন্দ। পরে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তার ইন্তিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান এবং জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী এক শোকবাণীতে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। নেতৃবৃন্দ তাঁর শোকাহত পরিবারকে ধৈয্যধারন করার পরামর্শ দেন। তারা বলেন মরহুম শাহ্ আলম ইসলামী আন্দোলনের একজন নিবেদিত দায়িত্বশীল ছিলেন।