গ্রাম-গঞ্জ-শহর
ধামরাইয়ে বংশী নদী থেকে বালু লুট
ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে প্রকাশ্যে বালু লুট করে বিক্রি করছে বালুদস্যুরা। জানাগেছে, ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাসনা এলাকায় বংশী নদী থেকে প্রকাশ্যে ভেকু দিয়ে বালু কেটে ২৫/৩০ টি ট্রাক যোগে রাতের আঁধারে লুটপাট করে চলছে স্থানীয় কয়েকজন বালুদস্যু। বংশী নদীতে বালু লুটের কারনে কবরস্থান,
Printed Edition

ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে প্রকাশ্যে বালু লুট করে বিক্রি করছে বালুদস্যুরা। জানাগেছে, ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাসনা এলাকায় বংশী নদী থেকে প্রকাশ্যে ভেকু দিয়ে বালু কেটে ২৫/৩০ টি ট্রাক যোগে রাতের আঁধারে লুটপাট করে চলছে স্থানীয় কয়েকজন বালুদস্যু। বংশী নদীতে বালু লুটের কারনে কবরস্থান, বাড়িঘর এখন ভাঙনের মুখে। বালুদস্যুরা নদীর বালু বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এই বালু লুটের বিরুদ্ধে যদি কোন ব্যক্তি এর প্রতিবাদ করে তাহলে ঐ ব্যক্তিকে হুমকি ধামকিসহ মারধর করে থাকেন বালুখেকু এই সন্ত্রাসী বাহিনী। বালুদস্যুরা জানান, কুশুরা ইউনিয়ন ভূমি অফিসকে অর্থের বিনিময়ে ম্যানেজ করেই আমরা এই বালু বিক্রি করছি। আপনি পত্রিকায় রিপোর্ট করলে আমাগো কিছুই হবে না কারণ আমাদের গডফাদার আছে তার হাত অনেক লম্বা। এ দিকে বংশী নদীর বালুলুটের কারনে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণের রাজস্ব। উল্লেখ থাকে যে, প্রশাসনের ছত্রছায়ায় চলছে বংশী নদীর বালু লুটপাট ।
এ ব্যাপারে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ এ প্রতিবেদককে বলেন, খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।