ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ধামরাইয়ে ফিটনেস বিহীন অবৈধ লেগুনা পরিবহন মহাসড়কে অবাধে চলাচল করছে। জানাগেছে, ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে ফিটনেস বিহীন অবৈধ লেগুনা পরিবহনের মালিকরা লকড় ঝকড় যানবাহন ও অদক্ষ ড্রাইভার দিয়ে অবাধে মহাসড়কে দাপটের সাথে চলাচল করছে। ফিটনেস বিহীন এই লেগুনা পরিবহন চলাচলে অথ বানিজ্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এই লেগুনা পরিবহন চলাচলের কারণে এক দিকে বেড়েছে সড়ক দুর্ঘটনা অপর দিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের রাজস্ব আয়।
নিরাপদ সড়ক চাই (নিসচার) ধামরাই উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়া এ সংবাদদাতাকে বলেন , মহাসড়কে কাগজ বিহীন, ফিটনেস বিহীন, অসংখ্য গাড়ি চলাচল করে এর মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রোবাস কেটে বানানো লেগুনা। এ সকল যানবাহনে কোন কাগজ পত্র নেই কিন্তু চলছে হরহামেশাই। কিন্তু দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট পুলিশের দায়িত্ব হীনতা ও অদৃশ্য শক্তি প্রভাবশালীদের ছত্রছায়ায় এ সব চলাচল করছে। তাই আমাদের আহ্বান থাকবে এ বিষয়ে কঠোর ব্যাবস্থা গ্রহন করলে সড়ক অনিয়ম দুরীকরনে ও শৃঙ্খলা ফিরবে। এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ ওসি সালেহ আহাম্মেদ বের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।