যশোর সংবাদদাতা : ‘মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে পালিত হয়েছে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। এ উপলক্ষে সম্প্রতি দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে যশোর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা প্রশাসক আজহারুল ইসলামের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, গোটা সমাজ ও জাতিকে ধ্বংস করে। মাদকমুক্ত সমাজ গড়তে শুধু প্রশাসন নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালানোর আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। মাদকের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়া সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্তজা ছোট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন। স্বাগত বক্তব্যে আসলাম হোসেন বলেন, ‘সমাজের সর্বস্তরে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ দিবসের মূল লক্ষ্য।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও সচেতনতা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতা কর্মসূচি এবং পোস্টার ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এ সময় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইন-শৃঙ্খলা বাহিনী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।