পবা (রাজশাহী) সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পবা উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ এলাকার উন্নয়ন, জনগণের কল্যাণ এবং শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। ‎তিনি বলেন, “জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এবং উন্নত ও ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য আমরা নির্বাচন করছি।

গণমাধ্যম সমাজের দর্পণ, তাই সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, “জনগণের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে আমরা মাঠে আছি। শান্তিপূর্ণ নির্বাচন হলে জনগণ আমাদের জয়ী করবে।” এসময় মহানগরী জামায়াতের সিনিয়র নায়েবে আমীর এড. আবু মোহাম্মদ সেলিম, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুলসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আবুল কালাম আজাদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সহ-সভাপতি সরকার দুলাল মাহবুব, জাহিদ হাসান পলাশ, সাধারণ সম্পাদক সোহেল মাহবুব, সহ-সাধারণ সম্পাদক মেসবাউল আলম দিনার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবির স্বপন, অর্থ সম্পাদক অসিত কুমার, দপ্তর সম্পাদক সবুজ ইসলাম, নির্বাহী সদস্য মঈন উদ্দীন, ইউসুফ আলী চৌধুরী, জিয়াউর রহমান প্রমুখ।