পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ে পৃথক তিন সীমান্ত দিয়ে নারী শিশুসহ আবারও ১৮ জনকে ঠেলে পাঠালো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বুধবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার টোকাপাড়া, জয়ধর ভাঙা ও তেতুঁলিয়া উপজেলার শুকানি ভারতীয় সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধর ভাঙা সীমান্তের মেইন পিলার ৭৫৮ এর ৯ নং সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের একই ব্যাটালিয়নের শ্যাম বিওপির বিএসএফ সদস্যরা ৭ জনকে, টোকাপাড়া সীমান্তে ৬ জন ও তেতুলিয়া উপজেলার শুকানি সীমান্তে ৫ জন সহ মোট ১৮ জনকে পুশইন করে ভারতীয় বিএসএফ। সকালে বিওপির বিজিবি সদস্যরা আটক করে তাদের। পরে তাদের থানা হাজির করে জমা দেয়া হয়। সকালে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভজনপুর বিওপির টহল দল দেবনগড় ইউনিয়নের ধানশুকা এলাকায় বুধবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানি সীমান্ত এলাকা দিয়ে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ট্যাপরাভিটা ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৭৪১ এর ৪ নং সাব পিলার এলাকা দিয়ে নারী/পুরুষ ও শিশুসহ ১৮ জনকে পুশইন করে। তিন সীমান্তে আটকদের বিজিবি পঞ্চগড় সদর থানা ও তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরে করার কথা বলেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান।
খাগড়াছড়ির সীমান্ত আরও ৯নারী-শিশুকে পুশইন
খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়িতে মাটিরাংগার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারো নারী ও শিশুসহ ৯জনকে পুশইন করেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম জানান, গভীর রাতে ৯ জন ব্যক্তিকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে কীভাবে তাদের পুশইন করেছে সেই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করত। পুশইন করা ৯জনকে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই শেষে সিন্ধান্ত নেয়া হবে। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন। জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১শ ৫৪ জনকে পুশইন করেছে বিএসএফ।