গাজীপুর সদরের চাপুলিয়া রেলগেট এলাকায় পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে তিনটি মামলা দায়ের এবং এক ব্যক্তিকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শহীদ উল্লাহ।
অভিযানে ‘প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’ নামক একটি অবৈধ বেসরকারি মাদকাসক্তি নিরাময় প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। প্রতিষ্ঠানটি বেসরকারি পর্যায়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র ও মাদকাসক্তি পরামর্শ কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা বিধিমালা, ২০২১ এর বিধি ৯(১) লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২(১) ধারা অনুযায়ী মোট ৩টি মামলা দায়ের করা হয়। একজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি দুইজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে মোট ৩,৪০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়।
এ ধরনের অবৈধ ও অননুমোদিত মাদক নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।