বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীর সরলে লবণ মাঠ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। আহতরা হলেন- সরল ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় মৃত কামরুদ্দিনের ছেলে মোঃ ফোরকান (২২), মফিজুর রহমানের পুত্র শাহাবুদ্দিন (৪০), আব্দুর রহমানের পুত্র মোঃ আরমান (১৭), বদিউল আলমের পুত্র সিরাজ (৪২), মৃত কামরুদ্দিনের পুত্র ডাঃ গিয়াস উদ্দিন।

অপর পক্ষের আহতদের মধ্যে মোহাম্মদ ফোরকান (৩০), মোহাম্মদ মাহিম (১৮), মোঃ লোকমান, মোঃ ফোরকান, জমির উদ্দিন, নুর হোসেন (৩৭)কে চমেক হাসপাতালে প্রেরণ করেছে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স। আহতদের মধ্যে অন্যান্যরা হলো- আজিজুর রহমান (৫০), মোহাম্মদ দেলোয়ার (৩৮), শাহজাহান (৩০), মোহাম্মদ রুবেল (৩১), জমির উদ্দীন (৫০) ও আবদুল করিম (৪৫), শাহাব উদ্দিন, শাহাজাহান, আব্দুস সবুর, আনিসুর রহমান, ফরিদ, আব্দুল আল১ীম, তৈয়ব, বেলাল উদ্দিন, মোবারক হোসেন (নয়ন), শাকিল, রাশেদ, পারভেজ, ইউনুস, মোঃ হাবিব উল্লাহ, আবু তালেব ও সৈয়দ নুরসহ আহতরা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষ বাড়ি ফিরে গেছে বলে জানিয়েছে স্বজনরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার উপকূলের সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় লবণ মাঠের বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সেনাবাহিনী সদস্যদেরকেও ওই এলাকায় টহলরত অবস্থায় দেখা গেছে।