গাইবান্ধা সংবাদদাতা : সুন্দরগঞ্জে সন্ত্রাসী হামলায় ১ জামায়াত কর্মী নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল করিম ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার।

একযৌথ বিবৃতিতে তারা বলেন, সন্ত্রাসী কর্মকা-ে জড়িত ব্যক্তি দেশ ও জাতির চরম শত্রু। আমরা মনে করি দেশকে অস্থিতিশীল করার জন্য এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। উল্লেখ্য সুন্দরগঞ্জের ছাপড়হাটি ইউনিয়নের মন্ডলের হাটে গত ১২/০৪/২৫ইং শনিবার ওষুধের দোকানের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে জামায়াত কর্মীরা এগিয়ে আসে। এসময় অতর্কিত হামলায় জামায়াত কর্মী মাইদুল ইসলাম বাদশা গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়- সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১/০৪/২৫ইং সোমবার রাত ১১.৪৫ টায় তিনি মৃত্যু বরণ করেন।

আমরা এই খুনের ঘটনার প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।