মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারশনের মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ৫০% বাড়ি ভাড়াসহ শিক্ষকদের সকল ন্যায্য দাবি মেনে নেওয়ার দাবিতে রবিবার ১২ অক্টোবর দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যলয়ে থেকে শুরু হয়ে শহিদ মিনার যেয়ে শেষ হয় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেদেরারের মুন্সীগঞ্জ জেলার অন্যতম উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, সহকারী অধ্যাপক মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজী, মুন্সীগঞ্জ আর্দশ শিক্ষক ফেডারেশন সভাপতি আব্দুর রহিম সরকার সহ শিক্ষক নেতৃবৃন্দের ও জেলার বিভিন্ন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। শিক্ষক নেতৃবৃন্দ বলেন মানুষ গড়ার কারিগর শিক্ষকগণকে অবহেলিত রেখে কোন জাতি উন্নতি করতে পারে না তাই অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। এবং প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আহ্বান জানান।