নরসিংদী সংবাদদাতা : তথাকথিত ভুল চিকিৎসার অযুহাতে দুষ্কৃতিকারীদের মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে হামলা-মামলা ও ভাঙচুরের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও মানববন্ধন শেষে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নরসিংদী জেলা শাখা।

গতকাল রবিবার সকালে নরসিংদী সদর উপজেলা মোড় প্রেস ক্লাবের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসোসিয়েশনের সভাপতি ডা. এহতেশামুল হক ও সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমানসহ নরসিংদী জেলার ৩৬৫ টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে নরসিংদী প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এসোসিয়েশনের কর্মকর্তারা ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।