ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি নিয়মিত সরেজমিনে পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনী এলাকা-৫৯ নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে পরিদর্শন করেছেন নাটোরের যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব বাদল কুমার চন্দ।

আজ নাটোর সদর-২ আসনের নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনকালে তিনি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে কিনা তা সরেজমিনে তদারকি করেন। এ সময় তিনি সাধারণ ভোটার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।

পরিদর্শনকালে নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্বারোপ করেন বিচারিক কমিটির প্রধান। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।

পরিদর্শন শেষে নাটোর-২ আসনের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে পরিলক্ষিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে।