রংপুর অফিস ও বদরগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন- আমি নির্বাচিত হলে সরকরের দেয়া সকল সুযোগসুবিধা এবং আমানত জনগনের নিকট যথাযথ ভাবে পৌঁছে দেব। কোন চাঁদাবাজ ব্যবসায়ীদের হয়রানি কিংবা জুলুম করতে পারবে না, ইনশাআল্লাহ।

তিনি মঙ্গলবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুরের বদরগঞ্জ পেীরসভা শাখার উদ্যোগে স্থানীয় ফিরোজ মার্কেটে ব্যাবসায়ীদের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী বদরগঞ্জ পেীরসভা শাখার আমীর মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ্ মোহাম্মদ রুস্তম আলী, উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলামে, যুব বিভাগের সভাপতি মাসুদ রানা অন্যানের মধ্যে বক্তব্য রাখেন।

এটিএম আজাহারুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের উপর সীমাহীন জুলুম-অত্যাচার এবং নির্মম হত্যাযঞ্জের অপরাধে মৃতুদন্ড দিয়েছে আদালত। তার দোসরদেরও বিচার হবে এদেশের মাটিতে। হত্যা আর সম্পদ লুটপাট করেছে বলেই গন আন্দোলনের মুখে ফ্যাসিষ্ট হাসিনা ও তার দল আওয়ামীলীগ নেতারা দেশের মানুষের উপর সীমাহীন জুলুম অত্যাচার এবং সম্পদ লুটপাট করেছে বলেই গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে।

জামায়াতে ইসলামী কোন অন্যায় করেনি বলে দলের কোন নেতা দেশ ছেড়ে পালায়নি। জামায়াত নেতৃবৃন্দ দেশের প্রতি ভালবাসা নিয়ে জীবনের ভয় উপেক্ষা করে দেশেই ছিল। দলের ১১ জন নেতাকে বিচারের নামে হত্যা করা হয়েছে। আমাকে অন্যায় ভাবে মিথ্যা মামলায় ১৪ বছর জেলে রেখেছিল। আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে আছি।

এটিএম আজাহারুল ইসলাম বলেন, অর্থনীতিবিদরা গবেষণা করে দেখেছে, বংলাদেশ থেকে বিগত সরকারের সময় ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ দেশে থাকলে জনগনের এত র্দুগতি হতোনা। শিক্ষিত দক্ষ যুব সম্প্রদায়কে কষ্ট করে বিদেশে যেতে হতোনা। এদেশ সিঙ্গাপুরের চেয়েও উন্নত হতে।

তিনি বলেন জামায়াতে ইসলামী সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এজন্য সারা দেশে সৎ মানুষের মনোয়ন দিয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত এই সৎ মানুষদের নিয়ে শোষন বঞ্চনা মুক্ত ইনসাফ ভিত্তিক দেশ গড়বে। এটিএম আজহারুল ইসলাম আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার জন্য জনগণকে উৎসাহিত করতে আহ্বান জানান।