বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানার মাতুয়াইলের প্রবীণ কর্মী হাফেজ নাসির উদ্দিন গত রোববার বিকেল ৫টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মরহুমের জানাযার নামাজ রাত সাড়ে নয়টায় বানিয়ারবাগ (জামেয়াতুল আবরার) মাদরাসার সামনে অনুষ্ঠিত হয়। জানাযায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা ৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামাল হোসাইন, যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর শাহজাহান খান, সাবেক মাতুয়াইল ইউনিয়ন আমীর ও জোন টিম সদস্য খন্দকার এমদাদুল হক, যাত্রাবাড়ী-মাতুয়াইল থানা আমীর এম,আর, মালেক, জামায়াত মনোনীত কমিশনার প্রার্থী আব্দুল আলীম, যাত্রাবাড়ী পূর্ব থানা নায়েবে আমীর হাফেজ মুজাহিদুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের বিপুল সংখ্যক আত্মীয়স্বজন বন্ধুাবন্ধব জানাযায় উপস্থিত ছিলেন। জানাযা পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল হোসাইন, খন্দকার এমদাদুল হক ও মরহুমের ছোট ছেলে মিজানুর রহমান। জানাযায় ইমামতি করেন মাদরাসার মোহতামিম মাওলানা মাহমুদুল হাসান। জানাযা শেষে রাত ১০.৩০ মরহুমকে মাতুয়াইল কবর স্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।