হেলমেট না পরার কারণে থামিয়ে রাজধানীর উত্তরায় এক মোটরসাইকেল চালকের তোপের মুখে পড়েছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট জনাব আলী। সেই চালক তখন হুমকি দেন, গত বছর আগস্টে আন্দোলনের সময় তারা যেভাবে পুলিশ মেরে ঝুলিয়ে দিয়েছিলেন, তাকেও (সার্জেন্ট) সেভাবে ঝুলিয়ে দেওয়া হবে। এর পরপরই উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই বাইক চালক সাদিকুর রহমানকে আটক করে। পরে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত চালককে এক মাসের কারাবাসের দ- ও আরোহী আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করে।

বুধবার সকালে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে বলে গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) মাহবুবুর রহমান। কারাদ- পাওয়া মোটরসাইকেল চালক সাদিকুর ডিএমপির তুরাগ থানাধীন বাউনিয়া এলাকার মো. মফিজ উল্লাহর ছেলে।

এসি মাহবুবুরের ভাষ্য, দায়িত্ব পালনের সময় ট্রাফিক সার্জেন্ট জনাব আলী ওই মোটরসাইকেলকে থামানোর পর হেলমেট পরে না থাকার কারণে একটি মামলা দেন। তখন চালক ও আরোহী মিলে সার্জেন্টকে অশ্রাব্য ভাষায় গালি দেন। এক পর্যায়ে তারা সার্জেন্টকে গত বছরের (২০২৪) ৫ আগস্টের মত মেরে ঝুলিয়ে রাখার হুমকি দেন।