কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় পৌর জামায়াতের উদ্যোগে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ নভেম্বর) বিকালে কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে পৌর জামায়াতের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলারোয়া পৌর জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা -১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের অনেক নেতাকে বিচারবহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে। এমপি-মন্ত্রী হওয়ার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের কার্যক্রম স্থবির করতে অফিসগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। নেতাদের বিরুদ্ধে জুডিশিয়াল কিলিং হয়েছে। আমরা মানুষের কাছে জান্নাত বিক্রি করি এ ধরনের অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা। জামায়াতে ইসলামীর লক্ষ্য সমাজের অপশক্তির হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করে ন্যায় প্রতিষ্ঠা ও ইসলামপন্থী আদর্শ ধরে রাখা। আমি আশা করছি সবার সহযোগিতা এবং দোয়া নিয়ে আল্লাহ সুবহানাতায়ালা চাইলে ইনশাআল্লাহ আমাকে এখানে বিজয় লাভ করাবেন।