সিলেটে করোনায় একজন মারা গেছেন। সম্প্রতি একজন পুরুষ করোনা রোগী সিলেটের ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডাক্তার মো. মিজানুর রহমান।
তিনি জানান- ৬৯ বছর বয়েসি ওই পুরুষ গত ১৯ জুন শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সম্প্রতি মারা যান তিনি। তিনি করোনা ছাড়াও আরও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন। নিহত ব্যক্তির বাড়ি সিলেট সদর উপজেলায়।