চীনের নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটির প্রতিনিধি দল বুধবার (৯ এপ্রিল)বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। গুরুত্বপূর্ণ এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা এবং কৃষি গবেষণার উন্নতির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

প্রতিনিধি দলটি সকাল ১০টায় বারি সদর দপ্তরে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানাতে উপস্থিত হন ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিনিধিদলের সদস্যরা বিশেষত বারির গবেষণা কার্যক্রম ও সাফল্য সম্পর্কে বিস্তারিত জানার জন্য আগ্রহী ছিলেন। এরপর, বারি মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ তাদের স্বাগত জানান এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, গবেষণার অগ্রগতি ও সাফল্য নিয়ে আলোচনায় অংশ নেন। ড. মো. বজলুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (মহাপরিচালক মহোদয়ের দপ্তর), ইনস্টিটিউটের সাফল্য ও গবেষণার বিষয়ে একটি বিস্তৃত উপস্থাপনা করেন। এই উপস্থাপনাটি বিশেষভাবে গুরুত্ব পায় কারণ এটি বারির নানা গবেষণা প্রকল্পের তাজা ফলাফল ও নতুন দিক সম্পর্কে প্রতিনিধিদের ধারণা দেয়। এছাড়া, বারির বিভিন্ন শীর্ষ কর্মকর্তা, যেমন পরিচালক ড. মুন্সী রাশীদ আহমদ, ড. মুহাম্মদ আতাউর রহমান, ড. মো. আব্দুর রশীদ, এবং ড. ফারুক আহমেদ উপস্থিত ছিলেন এবং এই আন্তর্জাতিক সংলাপে তাদের অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করেন।

সফর শেষে, প্রতিনিধি দলটি বারির নানা গবেষণাগার, গবেষণা মাঠ এবং উন্নত প্রযুক্তির প্রয়োগ স্থান পরিদর্শন করেন। তারা ইনস্টিটিউটের গবেষণার গভীরতা, বৈচিত্র্য এবং অর্জিত সাফল্য দেখে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। বিশেষত, চাষাবাদ এবং কৃষি প্রযুক্তির উন্নয়ন বিষয়ক গবেষণাগুলো তাদের কাছে বিশেষভাবে গুরুত্ব পায়। এভাবে, বাংলাদেশের কৃষি গবেষণার উন্নয়নের সাথে আন্তর্জাতিক সম্পর্ক আরও মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের পরিদর্শন আগামী দিনে আরও ফলপ্রসূ সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।