চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড ও বিশ্ববিদ্যালয়ের তহবিলের কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সরোয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার অধ্যাপক মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২ নবেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক সুবেল আহমেদ।
দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, শিক্ষকদের ভবিষ্যৎ তহবিল (প্রভিডেন্ট ফান্ড) বাবদ ২০১০ সালের ৩০ জুন থেকে ২০২৪ সালের ২২ জুন পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে জমাকৃত ৬ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা বিভিন্ন সময়ে কোষাধ্যক্ষ সরোয়ার জাহান তুলে ব্যয় করেন। তবে ওই অর্থ ব্যয়ের কোনো ভাউচার তিনি দাখিল করেননি এবং অর্থ কোথায় ব্যবহৃত হয়েছে, সে সম্পর্কেও কোনো তথ্য দিতে পারেননি।
এছাড়া সরোয়ার জাহান ব্যাংক এশিয়ার অধীনে ‘এজেন্ট সাউদার্ন ইউনিভার্সিটি’ নামে একটি এজেন্ট ব্যাংক পরিচালনা করলেও সেখান থেকে অর্জিত কমিশন বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা করেননি। বরং ২০২১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ওই হিসাব থেকে কর্মচারীদের বেতন বাবদ ৮৮ হাজার ৭৩৮ টাকা প্রদান করে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধন করেছেন।
মামলায় আরও বলা হয়েছে, কোষাধ্যক্ষ সরোয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মোজাম্মেল হকের স্বাক্ষরে এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংকের হিসাব থেকে ইলিয়াছ নামে এক ব্যক্তির নামে ২৮ লাখ ৮ হাজার ৯৯০ টাকা ‘ঋণ পরিশোধ’ দেখিয়ে উত্তোলন করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় কখন, কীভাবে ওই ঋণ নিয়েছিল তার কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
অর্থ আত্মসাতের এসব ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।