নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, মিয়ার হাট শাখার সামনে সম্প্রতি গ্রাহক ও জনসাধারণেরা মানববন্ধন করেছে। ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ করার দাবি জানান তারা। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়া নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি মাওলানা মো হেলাল, সেক্রেটারি- মো আরিফুল ইসলাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের আহ্বায়ক মো: আবু বকর , সদস্য সচিব- মো হামিম।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাংক খাতে দুর্নীতি ও অনিয়ম এর মাধ্যমে লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে এস আলম দেশের অর্থনীতিকে ধ্বংস করে ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। নিয়ম বহির্ভূতভাবে অদক্ষ লোকদেরকে ব্যাংকে নিয়োগ দিয়েছে। এ সময় বক্তারা ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে অবৈধভাবে নিয়োগকৃতদের নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাবৃত্তিক নিয়োগের দাবি জানান।