হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি গ্রামীণ বাজারের প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মার্কেটের কাজ ফেলে রেখেছে ঠিকাদার। এতে ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতারা দুর্ভোগের শিকার হচ্ছেন।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজিপুর কাচাঁরী বাজারের নতুন মার্কেট ভবন নির্মাণের এ চিত্র দেখা যায়।

হোসেনপুর উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৩ কোটি ৯৩ লাখ ৫২ হাজার ৯৩৫ টাকা ব্যয়ে দুইতলা বিশিষ্ট মার্কেট নির্মাণ কাজ শুরু করা হয়।

মার্কেট নির্মাণ কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোহেল এন্টারপ্রাইজ। ২০২৩ সালের ২৩ মে মার্কেটের কাজ শুরু দেখানো হলেও মার্কেট নির্মাণ কাজটি ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর কাগজে-কলমে শেষ হওয়ার কথা।

কিন্তু মার্কেট নির্মাণকাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

এদিকে উপজেলার হাজিপুর কাচাঁরী বাজারে গিয়ে দেখা যায়, একটি মার্কেটের দুইতলা ভবনের নির্মাণকাজ চলছে।

ভবনের ছাদ ঢালাই করা হয়েছে। তবে ভবনটির চারপাশ খোলা অবস্থায় রয়েছে। ভবনের ভেতর ও আশপাশে মলমূত্র রয়েছে। ভবঘুরে এক নারীকে ভবনের ভেতরে বসে থাকতে দেখা যায়। মার্কেট ভবন নির্মাণের কাজে সেখানে নিয়োজিত কোনো লোক পাওয়া যায়নি।