হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জে ডিজিটাল যুগে সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার সঙ্গে অনলাইন নিরাপত্তা ঘনিষ্ঠভাবে জড়িত এমন স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের নিয়ে দিনব্যাপী “ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় ক্যাফে হাইওয়ে অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস (ঠঙওঈঊ)’।
দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “ডিজিটাল নিরাপত্তা ছাড়া মতপ্রকাশের স্বাধীনতা টেকসই হয় না। তাই অনলাইনে সুরক্ষিত থাকতে ডিজিটাল সাক্ষরতা অর্জন এখন অত্যন্ত জরুরি। মতপ্রকাশের স্বাধীনতা ও ডিজিটাল নিরাপত্তা একে অপরের পরিপূরক, নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়তে সবাইকে সচেতন হতে হবে।”
ভয়েসের প্রোগ্রাম অফিসার প্রিয়তা ত্রিপুরা বলেন, “সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা প্রতিনিয়ত সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করেণ। তাই তথ্য সুরক্ষা ও সচেতন ডিজিটাল আচরণ এখন অপরিহার্য, যাতে তাদের কাজের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকে।”
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তিনি বলেন, “ডিজিটাল নিরাপত্তায় সতর্ক থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করা উচিত নয়। নিরাপত্তা টুলস ব্যবহার ও তথ্য যাচাই সংবাদ পেশার স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে।”