নাটোর সংবাদদাতা : আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে নাটোরে শুক্রবার থেকে পাঁচ দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা শুরু হয়েছে। সম্প্রতি জেলা পরিষদ মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াত, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক অধ্যাপক সুবিধ কুমার মৈত্র, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন ও সহ-সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
এই মেলায় এবার ১০ হাজার বইয়ের প্রদর্শনী এবং বিপনন কার্যক্রম চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। মেলা চলবে প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া মেলায় ২ আগস্ট চিত্রাংকন ও ৪ আগস্ট আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অভিভাবক সমাবেশ
রংপুর অফিস : রংপুর মহানগরীর গুপ্তপাড়ায় সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও অভিভাবক সমাবেশ সম্প্রতি বিদ্যালয়েল ‘‘বেগম রোকেয়া মিলনায়তন’’- এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা স্বাত্ত্বিক শাহ্ আল মারুফ ও রংপুর জেলার প্রশিক্ষণ সমন্বয়কারী টুলটুলী রানী। প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেন এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সুরুজ আলী।
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ভিভাবক ও শিক্ষকগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল বিপর্যয় ও এর উত্তোরণ বিষয়ে অভিভাবক ও অতিথিবৃন্দ সুচিন্তিত মতামত প্রদান এবং প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন।
উঠান বৈঠক
মুরাদনগর (কুমিল্লা) : মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে কৃষকদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভবানীপুর কবরস্থানের পাশে খালি জায়গায় ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন ধানের আদর্শ বীজতলা তৈরি ও বীজ বপন নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নূরে আলম।
তথ্য শেয়ারিং সভা
শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় রাইটস যশোরের বেনাপোল হাফ-ওয়ে হোমের ত্রিমাসিক তথ্য শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শার্শা উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। সভায় উপস্থিত ছিলেন রাইটস এর ডেপুটি ডাইরেক্টর আজহারুল ইসলাম, রাইটস যশোরের কনসালটেন্ট আই ও এম আরিফুজ্জামান, শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সালমা চৌধরী, যুবউন্নয়ন অফিসার গোলাম ফারুক, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, শার্শা ওসি তদন্ত শাহ আলম, বেনাপোল পোর্ট থানার এস আই রাশেদুজ্জামান, ইমিগ্রেশন অফিসার, বেনাপোল চেকপোষ্ট বি ও পি ক্যাম্পের সুবেদার সেলিম মিয়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের আবুল কালাম আজাদ, রাইটস যশোরের হোম ম্যানেজার মোঃ ইফরুছ আলী, কাউন্সিলর জাওয়াদুল করিমসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী অংশ নেন।
কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা
পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এস এস সি, দাখিল এবং এইচ এসসি, আলিম সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তসহ বিভিন্ন বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধানের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট, বই, ডায়েরি ও কলম তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসাশনিক কর্মকর্ত্ আব্দুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, কৃতি শিক্ষার্থীদের অভিভাবকসহ ইউপি সদস্যবৃন্দ।
ডিলার নিয়োগ
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার প্রথমবারের মতো উন্মুক্ত লটারির মাধ্যমে ওপেন মার্কেট সেল (ওএমএস) ডিলার নিয়োগ করা হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অডিটোরিয়াম হলরুমে উপজেলা খাদ্য বিভাগ এই ডিলার নিয়োগ কার্যক্রমের আয়োজন করে।