চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক এমপি চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের জানাজা ও দাফন স¤পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার জান্নাতুল মাওলা কবরস্থানে তার দাফন স¤পন্ন হয়।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ইতোপূর্বে তিনি ভারত ও ব্যাংককে চিকিৎসা গ্রহণ করেছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান এবং ঢাকায় অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নামাজে জানাজা শুরুর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শনিবার সকালে মরহুমের লাশ চুয়াডাঙ্গায় এসে পৌঁছে। সকাল সাড়ে ১১টায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চত্বরে নামাজে জানাজার পর লাশ নিয়ে যাওয়া হয় শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে। সেখানে বেলা সাড়ে ১২টায় তার দাফনকাজ স¤পন্ন করা হয়। তিনি ২০০৮ সালের নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে এমপি নির্বাচিত হন। পরের আরো তিনবার বিনাভোটে এমপি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, ভাই বোনসহ ও অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।