ভোলায় যৌথ অভিযানে কোস্ট গার্ড ও পুলিশ তিনজন কুখ্যাত সন্ত্রাসীকে অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করেছে। আটককৃতরা স্থানীয়ভাবে একটি রাজনৈতিক দলের সহযোগী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে। সম্প্রতি কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন: মোঃ উজ্জল হোসেন মোঃ রিয়াজ মাতব্বর মোঃ নিজাম মুন্সী তারা সবাই স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দলের ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল হিসেবে সক্রিয় ছিলেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের যৌথ দল সদর উপজেলার চরশামাইয়া ইউনিয়নের বড়চরশামাইয়া ও চরকালী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের ভোলা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন আরও বলেন, “দেশের উপকূলীয় অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”