গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আওতাধীন গাছা থানার বিতর্কিত অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদকে বদলি করা হয়েছে। মাত্র নয় মাস দায়িত্ব পালনের পর তাঁকে জিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগে পরিদর্শক পদে বদলি করা হয়েছে।
গত মঙ্গলবার জিএমপি পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। একই প্রজ্ঞাপনে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের পরিদর্শক মো. আমিনুল ইসলামকে নতুন ওসি হিসেবে গাছা থানায় দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে গাজীপুর জেলা পুলিশের অধীন জয়দেবপুর থানার ওসি মো. আব্দুল হালিমকেও বদলি করে ঢাকার রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপারের কার্যালয়। বিতর্কিত কর্মকা-ে অভিযুক্ত ছিলেন ওসি রাশেদ।
গাছা থানায় দায়িত্ব পালনকালে ওসি আলী মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। স্থানীয় বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, তিনি মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামীকে ছেড়ে দেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে মামলা বাণিজ্য, চাঁদাবাজি, জলমহাল দখলের সহযোগিতা, ঝুট ব্যবসায় প্রভাব বিস্তারসহ নানা বিতর্কিত কর্মকা-ের অভিযোগ রয়েছে।
বদলির এ সিদ্ধান্তে স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।