মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জ ৩-নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেছেন, আমরা দেখতে পাচ্ছি যুবসমাজের শক্তি ও সম্ভাবনাকে যদি সঠিক পথে পরিচালনা করা যায় তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। খেলাধুলা কেবল শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, এটি মনের উপরও প্রশান্তি আনে, আত্মনিয়ন্ত্রণ শেখায় এবং যুবকদের বিপথগামিতা থেকে দূরে রাখে। বুধবার বিকেলে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে “উপজেলা প্রশাসন কাপ ২০২৫ ফুটবল প্রতিযোগিতা”র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক, তাদের উচ্ছ্বাস, সমর্থন আর বাঁশি, ঢাক-ঢোলের আওয়াজে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে ছিল।
মাওলানা দেলওয়ার হোসাইন আরো বলেন, আমরা জানি, আজকের যুব সমাজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, বিশেষ করে মাদকাসক্তি, ইন্টারনেট আসক্তি, সহিংসতা, বেকারত্ব ইত্যাদি। এইসব সমস্যার এক শক্তিশালী প্রতিরোধ হতে পারে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়াচর্চা। খেলাধুলা মানসিক ও সামাজিক বিকাশে ভূমিকা রাখে, দলগত মনোভাব গড়ে তোলে এবং নেতৃত্বগুণ বিকাশ ঘটায়।
রাজারহাট (কুড়িগ্রাম) : ১৭ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজার হাট উপজেলা শাখার উদ্যোগে দাওয়াতি পক্ষ পালন উপলক্ষে বিদ্যানন্দ ইউনিয়ন শাখার আয়োজনে রামহরি এলাকায় জামায়াতের ইউনিয়ন আমীর আঃ মতিনের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: কফিল উদ্দিন ও যুব জামায়াতের উপজেলা সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম। এ ছাড়াও গণসংযোগে অংশগ্রহণ করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি আসাদুজ্জামান দেলওয়ারসহ অন্যান্য নেতাকর্মীরা।
ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং বুলাকিপুর ইউনিয়ন ও ২নং পালশা ইউনিয়ন শাখার উদ্যোগে দু’টি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় ১নং বুলাকিপুর ইউনিয়নে ও সকাল সাড়ে ১০টায় ২নং পালশা ইউনিয়নে, নিজ নিজ অফিসে যথাক্রমে বলগাড়ী বাজার এবং ডুগডুগীহাটে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
১নং বুলাকিপুর ইউনিয়নে সভাপতি মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং ২নং পালশা ইউনিয়ন আমীর শাহানুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠান দু’টি শুরু হয়।
দু’টি সন্মেলনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেষ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি বিরামপুর উপজেলা পরিষদের ঘোষিত চেয়ারম্যান প্রার্থী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাকিমপুর উপজেলা পরিষদের ঘোষিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতের ঘোষিত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন, জামায়াতের দিনাজপুর জেলা শাখার শূরা সদস্য ও ঘোড়াঘাট উপজেলা শাখার আমীর ঘোষিত ঘোড়াঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোফাখখায়ের ইসলাম।
আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর বিকাল ৩টায় উপজেলা জামায়াত কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল হাই এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।
নাজিরপুর (পিরোজপুর) : পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য আমাদের মধ্যে কেউ কেউ কোন কোন দল আমাদের মধ্যে বিভেদ লাগাইয়া দেয়। আমাদের মধ্যে যেকোনো ইসু আসলেই হিন্দু মুসলিম শব্দ তুলে আমাদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করে। আমরা বলতে চাই বাংলাদেশে মূলত সংখ্যালঘু বলে কোন শব্দ নাই।
গত ১৭ সেপ্টেম্বর বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২নম্বর মালিখালী ইউনিয়ন জামায়াতের আয়োজনে ওই ইউনিয়নের সভাপতি মীম ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী নেওয়াযের পরিচালনায়া এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আমরা সকলে বাংলাদেশের নাগরিক। এই দেশে নাগরিক হিসেবে একজন মুসলমানের যেই অধিকার , একজন সনাতন ধর্মের মানুষের সমান অধিকার এক চুল এদিক সেদিক নাই। এজন্য আমরা মিলেমিশে একটা সুন্দর একটা স্বপ্নের একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহউদ্দিন প্রমুখ।
মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ ২ (লৌহজং-টংগিবাড়ি) নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম ১৭সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় কে-শিমুলিয়া ইউনিয়নের ৮নং ধামারন এলাকায় নির্বাচনী পথসভায় উপস্থিত জনতার সামনে বলেন গত ৫৪বছর মানব রচিত আইন দিয়ে পরিচালিত শাসনব্যবস্থায় আমরা শাসিত শোসিত ও সুবিধাবঞ্চিত হয়েছে একমাত্র কুরআনের আইন পারে এর থেকে মুক্তি দিতে
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা এম এ বারী, টংগিবাড়ি উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, টংগিবাড়ি উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা মোঃ ইকবাল হোসাইন, উপজেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সালাম, কে,শিমুলিয়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি কাজি সাইফুল ইসলাম, যশলং ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ হাবিবুল্লাহ তাহজিব সহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।