মোঃ আশরাফুল আলম সিদ্দিকী কাজল, চাঁপাইনবাবগঞ্জ : ঢাকা মহানগরীর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেছেন, কোন ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না। এদেশের সবচাইতে মজলুম দল হিসেবে আজ বাংলাদেশ জামায়াত ইসলামী মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। ১ আগস্ট এ দলকে নিষিদ্ধ করতে চেয়েছিল পতিত স্বৈরাচার সরকার, কিন্তু মাত্র ৪ দিনের ব্যবধানে তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং জামায়াতকে যারা মনে করেন খরকুটার মত ভাসিয়ে দিবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। জামায়াত তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বাকী ১১ মাস আমাদেরকে সুন্দরভাবে চলতে হবে। তাকওয়াপূর্ণ একটি সমাজ বিনির্মানে জামায়াত কর্মীদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। মায়া-মমতা ও ভালোবাসা ভরা সমাজ কায়েমে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য তিনি জামায়াত কর্মীদের প্রতি আহ্বান জানান। গত মঙ্গলবার বিকেলে পৌর এলাকার পাইকড়তলা জামে মসজিদ সংলগ্ন চাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে রুকন, কর্মী, বর্তমান সাথী, সদস্য, সাবেক সাথী ও সদস্যদের নিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত ও টেন্ডারবাজমুক্ত আমরা ন্যায় বিচারের ইনসাফ ভিত্তিক সমাজ চাই। যদি ওই ধরনের মানুষ তৈরি না করতে না পারি, ওই ধরনের নেতৃত্বকে জায়গায় পৌঁছাতে না পারি। তাহলে ওই ধরনের ন্যায় এবং ইনসাফের দুর্নীতিমুক্ত সমাজ পাওয়া কখনই সম্ভব নয়। স্লোগানের পরিবর্তন দিয়ে সমাজে দূর্নীতি, সন্ত্রাস, অনাচার, অনিয়ম, অবিচার দূর হতে পারে না। শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন নয়, শুধুমাত্র দলের পরিবর্তন অসম্ভব। এজন্য প্রয়োজন হচ্ছে আমরা যা চাই, সেদিকে ধারণ করার মত নেতৃত্বকে ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে গোটা বাংলাদেশের সকল স্তরে খোদা ভীতিসম্পন্ন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিকের নেতৃত্বকে জায়গায় পৌঁছাতে হবে। নূরুল ইসলাম বুলবুল বলেন, আমরা চুরি বন্ধ করতে চাই, কে বন্ধ করবে। যদি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে সকল স্তরে ও উপরের দিকে বড় বড় চুরি চলে, তাহলে নীচের দিকে ছোট চুরি বন্ধ করা কি সম্ভব। তৃণমূল পর্যায়ে ঘুষ বন্ধ করা সম্ভব, না। কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে এসব বন্ধ সম্ভব নয়। সুতরাং দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে নৈতিকতাসমৃদ্ধ আল্লাহভীরু, দেশপ্রেমিক নেতৃত্বকে ওই প্রেসিডেন্ট থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সকল স্তরে তাদেরকে বসাতে হবে এবং বসানোর জন্য জনগণকে ভূমিকা পালন করতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক নৈতিকতাসমৃদ্ধ নেতৃত্ব তৈরীর কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং জামায়াত ইসলামী হচ্ছে সেই ধরনের মানুষ তৈরিরই কারখানা। তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধন সৃষ্টি করে। একে অপরের প্রতি সহমর্মিতা ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করাই সত্যিকারের ঈদের শিক্ষা। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভ্রাতৃত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করা জরুরি। পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী মোঃ মুক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমির আবুজার গিফারী, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান, জেলা সেক্রেটারী অধ্যাপক আবু বকর, ছাত্রশিবিরের সাবেক নেতা এ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
সবচাইতে মজলুম দল হিসেবে জামায়াত আজ মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে --নূরুল ইসলাম বুলবুল
ঢাকা মহানগরীর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেছেন, কোন ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না।
Printed Edition
