নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর শহীদ মাহমুদুল হাসান রিজভী এর একমাত্র ছোট ভাই রিমনকে আওয়ামী কিশোর গ্যাং কুপিয়ে আহত করার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ বেলা ১১ টায় নোয়াখালীর হরিনারায়ণপুর স্কুলের সামনে শিক্ষার্থী, শিক্ষক ও জনসাধারণের উপস্থিতিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক’শ শিক্ষার্থী অংশ নেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীতে কিশোর অপরাধী হঠাৎ করে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এ সকল অপরাধী বিভিন্ন সময় স্কুলগামী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। নারী শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সময় উত্ত্যক্ত করে। সবশেষ এই কিশোর অপরাধীরা গতকাল শহীদ মাহমুদুল হাসান রিজভীরের ছোট ভাই রিমনের উপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে মারাত্মক যখম করে। কিশোর অপরাধীদের অপরাধ কমিয়ে আনার জন্য প্রশাসনকে আরো সোচ্চার হওয়ার জোর দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রিমনকে মারাত্মকভাবে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় জীবনের মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় গতরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে এপর্যন্ত আটক করেছে। আহত রিমন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।