হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁও সুগার মিলে ২০২৫-২৬ অর্থবছরের আখ রোপণ কার্যক্রম শুর” হয়েছে। গত ১ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার হরিহরপুর এলাকায় কৃষক শাহাজাহান আলী ও সিরাজুল ইসলামের জমিতে আখ রোপণের মধ্য দিয়ে এ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের উদ্বুদ্ধ করতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুর”তেই অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান সারাদেশের চিনিকল কর্মকর্তা ও আখচাষিদের সাথে মতবিনিময় করেন এবং কেন্দ্রীয়ভাবে আখ রোপণ মৌসুমের উদ্বোধন ঘোষণা করেন।

সভায় জানানো হয়, একসময় কৃষকরা আখ চাষে অনাগ্রহী হয়ে পড়লেও বর্তমানে ভালো দামের কারণে আবারও আখচাষের প্রতি আগ্রহ বাড়ছে। চলতি মৌসুমে মিল জোন এলাকায় ৬ হাজার ৫০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্য, ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং ৫ হাজার ৬৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের টার্গেট নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে আখ রোপণ হয়েছিল ৬ হাজার ৬০ একর জমিতে।