নীলফামারীতে হাত পা বাঁধা অবস্থায় মোস্তাফিজার রহমান (৩০) নামের এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা মধ্যপাড়া গ্রামের বাঁশঝাড়ের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। সে উত্তর বড়ভিটা মধ্যপাড়াগ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। পেশায় সে গরু ব্যবসায়ী ছিল।
নিহতের ভাই মাইনুল জানায়, বৃহস্পতিবার এলাকায় জমি সংক্রান্ত একটি শালিশী বৈঠক শেষ করে রাত ১টার দিকে বাড়িতে আসেন। এদিকে স্থানীয় লোকজন সকালে আমার ভাইয়ের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় দেখে আমাদের খবর দেন। কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, লাশ উদ্ধার করে জেলা মর্মে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।