বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, মানুষের তৈরি মতবাদ দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। একথা একশ তে একশই প্রমাণ হয়েছে। আমাদের দেশ আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ি পরিচালিত না হওয়ায় জনজীবন দূর্বিষহ হয়ে উঠেছিলো। দেশে মানুষের অধিকার বলতে কিছু ছিলো না। হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, সুদ, ঘুষ, দুর্নীতি, অপশাসন ও দুঃশাসন পুরো জাতিকে অক্টোপাশের মত চেপে ধরেছিলো। সে ধারাবাহিকতায় দেশে পাপাচার ও দূরাচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিলো। দেশ চলেছে ‘জোর যার মুলুক তার’ নীতিতে। পতিত সরকারের আমলে দেশে জনগণের জানমালের কোন নিরাপত্তা ছিলো না। কিন্তু আগস্ট বিপ্লবের পর ৭/৮ মাসে দেশের সার্বিক পরিস্তিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু আমাদের সমাজ-রাষ্ট্রে ইসলামী বিধান প্রতিষ্ঠিত না থাকায় দেশে পুরোপুরি শান্তি ফিরে আসেনি। তাই দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করে গণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য আল্ল¬াহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তিনি সে কাক্সিক্ষত সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেক মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার আহবান জানান। খুলনা মহানগরীর খালিশপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
খুলনা বিশেষায়িত হাসপাতাল মোড়ে গণসংযোগ পক্ষের শুভ উদ্বোধনী অনুষ্ঠান থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. আব্দুল আউয়ালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খালিশপুর থানা অফিস সেক্রেটারি কাজী বায়েজিদ, থানা মজলিসে শূরা সদস্য মুহাইমিনুন ইসলাম ও কাজী জিয়াউল ইসলাম, ৯ নং ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদুল্লাহ, হোসেন আলী, কাজী ওয়াহিদুল ইসলাম, তোরাব আলী, মেহেদী হাসান, বাদশা মোল্লা, খুলনা নেছারিয়া কামিল মাদরাসার উপাধ্যাক্ষ মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আসলাম হোসেন প্রমুখ। পরে নেতৃবৃন্দ খালিশপুর থানার বিভিন্ন হাট-বাজার, দোকান-পাট, হোটেল এবং আবাসিক এলাকার বিভিন্ন শ্রেণী - পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় এবং দাওয়াতি কাজ করেন।