টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার শুরুর আগমুহূর্তেই পুলিশের ব্যাপক বিশেষ অভিযান শুরু।

গত ১১ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আর তার কিছুক্ষণ আগেই টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু (পিপিএম)–এর উদ্যোগে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়।

নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যাতে রাজনৈতিকভাবে সমালোচিত ও সহিংস কর্মকাণ্ডে অভিযুক্ত কোনো গোষ্ঠী যাতে টঙ্গীবাড়ীতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেই আগাম প্রস্তুতি হিসেবে থানা পুলিশ কঠোর নজরদারি, টহল এবং বিশেষ অভিযানে নামে।

এ বিষয়ে ওসি মনিরুল হক ডাবলু (পিপিএম) দৃঢ় বক্তব্য দিয়ে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘিরে টঙ্গীবাড়ীতে কেউ অশান্তির পরিবেশ তৈরি করতে পারবে না। নিষিদ্ধ বা সহিংস তৎপরতার অভিযোগে থাকা কোনো সংগঠন কিংবা গোষ্ঠী যদি পরিস্থিতি অশান্ত করতে চায় তা আমরা কঠোর হস্তে দমন করবো।অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, টঙ্গীবাড়ীর শান্তি রক্ষায় পুলিশ মাঠে আছে। তফসিল ঘোষনা বা নির্বাচনকে কেন্দ্র করে কোনো উসকানি, আতঙ্ক বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আইন যার বিরুদ্ধে, ব্যবস্থা তার বিরুদ্ধেই নেয়া হবে।

ওসির এমন কঠোর অবস্থান এলাকায় ইতোমধ্যে দৃশ্যমান প্রভাব ফেলেছে। বিশেষ অভিযানের কারণে বিকাল থেকেই থানা পুলিশের টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির সুর শোনা যাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, নির্বাচনের সময় দেশে উত্তেজনা থাকে। টঙ্গীবাড়ীকে শান্ত রাখতে পুলিশের আগাম প্রস্তুতি ভালো উদ্যোগ।