জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহবায়ক ও কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলীর ঘটনায় যুবশক্তির নেত্রী মোসা. তনিমা ওরফে তন্বীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে এ ঘটনার নেপথ্যে নারী এবং মাদক সংক্রান্ত তথ্য উঠে এসেছে। পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে নেশার নানা সামগ্রী। ফলে ব্যক্তিগত অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই তাকে গুলী করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
গত রোববার বেলা পৌণে ১২টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আল আকসা মসজিদ স্মরণীর ১০৯ নং রোডের ‘মুক্তা হাউজ’র নীচ তলার একটি কক্ষে গুলীবিদ্ধ হন মোতালেব। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন। তিনি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শেখ পাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃত মুসলিম শিকদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে তিনি তিনতলা ভবনের ওই বাড়ির নীচ তলার একটি কক্ষে অবস্থান করেন। রাতে সেখানে মোতালেব শিকদারের সহযোগীরা ইয়াবা সেবন, মদ্যপান এবং মেয়ে নিয়ে ফুর্তি করেন। নিজেদের মধ্যে মত বিরোধের কারণে সহযোগীরা কেউ তাকে হত্যার উদ্দেশ্যে গুলী করে। গুলীবিদ্ধ অবস্থায় তিনি রিক্সাযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান বলে পুলিশের একাধিক সূত্র জানায়।
কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ তাজুল ইসলাম বলেন, আমরা ঘটনার সত্যতা যাচাই কারার জন্য ঘটনাস্থলে আসি। পরে তার প্রাইভেট কার পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করি। যেখানে দেখা যায়, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ভিকটিমসহ আরও দুইজন এ বাড়িতে আসে। সে অনুযায়ী মুক্তা হাউজের ওই কক্ষ থেকে আমরা মাদকের বিভিন্ন উপকরণ উদ্ধার করি। এখানে মেয়েদের নিয়ে আসা হতো।
তিনি দাবি করেন, শনিবার রাতে মোতালেব শিকদার এখানে এসেছিল এবং এখানে বিভিন্ন ধরণের অসামাজিক কার্যকলাপ করেছে। তাদের নিজেদের মধ্যে কোন্দলের কারণে এ গুলীর ঘটনা ঘটেছে। যেটা আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি। এর সাথে আরও অনেকেই জড়িত আছে। জড়িতদের খুব শিগগিরই আইনের আওতায় আনতে পারবো। গুলীটি মাথার চামড়া ভেদ করে বের হয়ে গেছে। মোতালেব এখন শঙ্কামুক্ত।
মজিদ স্মরণীর রোডের মুক্তা হাউজের মালিকের স্ত্রী আশরাফুন্নাহার বলেন, তন্বী নামে এক তরুনী একমাস আগে নীচের ফ্লোরটি ভাড়া নেয়। সে নিজেকে এনজিও কর্মী হিসেবে দাবি করে প্রায় সময় বাড়ির বাইরে থাকত। তার কক্ষে একাধিক পুরুষের আসা-যাওয়া ছিল। পরে অন্যান্যদের মাধ্যমে তার অসামাজিক কার্যকালাপের বিষয়টি জানতে পেরে এ মাসে বাড়ি ছাড়ার নোটিশ প্রদান করি। কিন্তু বাড়ির ছাড়ার আগেই এ ঘটনাটি ঘটেছে।
এনসিপি’র খুলনা মহানগর সংগঠক আহম্মদ হামীম রাহাত বলেন, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব সিকদারকে গুলী করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। একাধিক সূত্রে জানা গেছে, গুলীবিদ্ধ মোতালেব আগে শ্রমিক লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি এনসিপি’র শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সাথে যুক্ত হন।