কুষ্টিয়ার খোকসা উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম–এর উদ্যোগে শীতবস্ত্র উপহার–২০২৫ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন ফোরামের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আশিকুল ইসলাম চপল। এ সময় তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম আগামীতেও মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব সাইদুর রহমান মন্টু কলেজের প্রভাষক সাইফুদ্দিন মজনু, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুজ্জামান আরিফ, বিলজানি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এস এম সাইফুল রহমান, মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী মোল্লা, হেলালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল ইসলাম, সাইফুল ইসলাম শাহীন এবং খোকসা ব্লাড ডোনার্স সোসাইটির সহকারী পরিচালক মোঃ সামিউল ইসলাম।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি সমাজে মানবিকতা ও স্বেচ্ছাসেবার চেতনাকে আরও জোরদার করা হয়েছে। স্থানীয়দের মধ্যে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা অর্জন করেছে।