মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বগুড়ায় সরকারী ও বেসরকারীভাবে নানা কর্মসূচি পালিত হয়েছে।
জেলা প্রশাসন : সকাল ৯টায় জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বগুড়ার যৌথ উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার উপ-পরিচালক মোহাম্মদ শহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
শ্রমিক দল : বগুড়া জেলা শ্রমিক দল জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক র্যালি ও সমাবেশ করে। সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল প্রমুখ। শেষে র্যালি বের হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন: শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শহরের সাতমাথা মুক্ত মঞ্চে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আব্দুল মতিন, শ্রমিক নেতা ও সাবেক পৌর কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ ও আনোয়ারুল ইসলাম প্রমুখ ।
সাংবাদিক ইউনিয়ন বগুড়া : সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে বগুড়া প্রেসক্লাবে এক আলোচনা সভা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান , যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম আবু সাইদ, আব্দুল ওয়াদুদ, সাইফুল ইসলাম, মাহফুজ মন্ডল, সৈয়দ ফজলে রাব্বী ডলার, ফেরদৌসুর রহমান প্রমুখ।
শ্রমিক সমাবেশ : জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শহরের সাতমাথায় এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন ফারুকুল ইসলাম ফারুক, মাহমুদ শরীফ মিঠু , আব্দুল মতিন, লিটন শেখ বাঘাসহ নেতৃবৃন্দ। পরে র্যালি বের হয়।