পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম এমন মন্তব্য করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ভিসি অধ্যাপক ড. মাহাম্মদ জয়নাল আবদীন। তিনি বলেন, “পৃথিবীটা আমাদের সকলের। পরিবেশ বা প্রকৃতির প্রতি যতœবান হওয়া মানে নিজেকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন একটি টেকসই, মানবিক ও পরিবেশবান্ধব বিশ্ব গঠনের চেতনাকে জাগ্রত করে। এই উদ্যোগ কেবল কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পরিপূর্ণ পরিবেশ-সচেতন ক্যাম্পাস গঠনের অনন্য উদাহরণ হয়ে থাকবে।”

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে “প্লাস্টিক দূষণ আর নয়/ বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, ক্যাম্পাস ওয়েলফেয়ার ও নিরাপত্তা কমিটির উদ্যোগে দুইদিনব্যাপী ‘ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি’-র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের প্রোভিসি অধ্যাপক ড. মা. আরফিন কাওসার। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, ক্যাম্পাস ওয়েলফেয়ার ও নিরাপত্তা কমিটির সভাপতি অধ্যাপক ড. মা. ওবায়দুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ভিসি আরও বলেন, “পরিচ্ছন্নতা ও সবুজায়নের এই সম্মিলিত প্রয়াসে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই প্রাণবন্ত অংশগ্রহণ করেছেন। আমি আশাবাদী, এই চর্চা ডুয়েটকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবে।”

বিশেষ অতিথি অধ্যাপক ড. মা. আরফিন কাওসার বলেন, “এই কর্মসূচি আমাদের পরিবেশ নিয়ে ভাবতে শেখায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভারসাম্যপূর্ণ পৃথিবী রেখে যাওয়ার দায়বদ্ধতা তৈরি করে।”

অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।