যশোর সংবাদদাতা : যশোর প্রধান ডাকঘর থেকে রবিউল ইসলাম (৪৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সহকর্মীরা পাশের একটি নির্মাণাধীন ভবনের একটি কক্ষের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহত রবিউল ইসলাম মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে। দুই মাস আগে বদলি হয়ে তিনি যশোর প্রধান ডাকঘরে যোগ দেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে মাগুরাতেই বসবাস করেন।

নিহতের শ্যালক শামিম জানান, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। এ কারণে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন। তবে কীভাবে এ ঘটনা ঘটলো, তা পরিবার বুঝতে পারছে না।

যশোরের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর জানান, রবিউল ইসলাম রবিবার রাতে নিয়মিত ডিউটি পালন করেন। ডাকঘরের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচতলার একটি কক্ষে সকালে তার লঅশ পড়ে থাকতে দেখা যায়। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।