শেরপুরে শহীদ কামারুজ্জামানের ১০ম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা গতকাল শুক্রবার বিকাল তিনটায় শেরপুর টাউন হলে অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর শেরপুর শহর মাওলানা নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর-১ জাতীয় সংসদ নির্বাচনী আসনের সম্ভাব্য প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মোঃ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হাফিজুর রহমান শেরপুর জেলা জামায়াতের আমীর, শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী জাতীয় সংসদ নির্বাচনী আসনের গণমানুষের নেতা জননেতা বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর জেলা সেক্রেটারি আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল, শেরপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি শেরপুর-২ নালিতাবাড়ী-নকলা জাতীয় সংসদ নির্বাচনী আসনের গণমানুষের নেতা জননেতা জনাব মু গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল বাতেন, শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ মোঃ আনোয়ার হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি মোঃ হাছানউজ্জান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শেরপুর জেলার মাটির সাথে শহীদ কামারুজ্জামান ভাই এর শাহাদাৎ এর রক্ত মিশে আছে, এই রক্তকে আমাদের ভুলে যাওয়ার মতো নয় এবং ভুলব না ইনশাআল্লাহ, শহীদ কামারুজ্জামান ভাই এর কাছে আমরা ইসলামী আন্দোলন কিভাবে করতে হয়, কিভাবে জনগণের কাছে দাওয়াত পৌঁছাতে হয় তা শিখেছি, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ৬ জন ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পথযাত্রা শুরু করেন তার মধ্যে অন্যতম একজন শহীদ কামারুজ্জামান ভাই এবং পরবর্তী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সিনিয়র সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা চেষ্টা করবো তার অপরিপূর্ণ কাজগুলো বাস্তবায়ন করতে। এই শেরপুর জেলাকে জামায়াতের ইসলামীর ঘাঁটি হিসেবে পরিণত করতে জনগণ দাওয়াতের মাধ্যমে, বর্তমান জনগণ বাংলাদেশ জামায়াত ইসলামীকে গ্রহণ করে নিয়েছেন। গত ৫ আগস্টের পর জামায়াতের কার্যক্রম দেখে মানুষের ভুল ভেঙে গেছে, বাংলাদেশ জামায়াত ইসলামী কোন চাঁদাবাজির সাথে জড়িত নেই, কোন লুটতরাজের সাথে জড়িত নেই, বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা যেখানে জনগণের সমস্যা দেখেন সেখানে সমস্যা সমাধান করের এবং চেষ্টা করেন।