দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আলোচিত আরিফ হত্যা মামলায় জড়িত ৩সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীদের মধ্যে রয়েছে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামের ফজলুল হকের দুই ছেলে সীমান্তের শীর্ষ সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী টোকেন (৩৭) ও বিল্লাল হোসেন বিলা (৪৩) এবং ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী সরদারপাড়া গ্রামের ইন্নাত আলীর ছেলে জাহিদুল (৪০)। গত ২৯ মে পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের মুর্শিদ মন্ডলের ছেলে মাদক পাচারকারী আরিফ হোসেন (৩০) কে পরিকল্পিতভাবে হত্যার পর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানানো হয়। পরে নিহতের মা হাসিনা খাতুন বাদী হয়ে ৩ সন্ত্রাসীর বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র দৌলতপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। নিহত আরিফ হোসেনের পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত ২৮ মে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শীর্ষ সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী টোকেন (৩৭) ও বিল্লাল হোসেন বিলা মাদক পাচারকারী আরিফকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ২৯ মে সকালে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের ফাঁকা মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় আরিফকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা আরিফকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতত ঘোষণা করেন। হত্যার ঘটনা ধামাচাপা দিতে সড়ক দুর্ঘটনার নাটক সাজায় হত্যাকারী সন্ত্রাসীরা। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, আরিফ হত্যা মামলায় ৩জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। জিঞ্জাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
দৌলতপুরে হত্যা মামলার ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আলোচিত আরিফ হত্যা মামলায় জড়িত ৩সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।