গাজীপুরের বন্ধ হয়ে যাওয়া এয়ারপোর্ট-গাজীপুর বিআরটি প্রকল্প এবং ঢাকা-টঙ্গী-গাজীপুর চার ও দ্বৈত রেললাইন প্রকল্প দ্রুততম সময়ে সম্পন্ন করার দাবি জানিয়েছে ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’ সংগঠন। শনিবার সকাল ১১টায় গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুর একটি শিল্প অধ্যুষিত শ্রমিকঘন এলাকা, যেখানে প্রায় ৩ হাজার শিল্প-কারখানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রিসোর্ট, ব্যাংক-বীমা, মার্কেটসহ প্রায় ৭০ লাখ মানুষের বসবাস। ঢাকার সঙ্গে গাজীপুরের নিরবচ্ছিন্ন যোগাযোগ কেবল গাজীপুরবাসীর জন্যই নয়, বরং উত্তর ও পশ্চিমাঞ্চলের ১৭টি জেলা, ৩টি বিভাগীয় শহর এবং রাজধানী ও চট্টগ্রাম বন্দরের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যও অপরিহার্য।
বক্তারা উল্লেখ করেন, ১২ বছর আগে শুরু হওয়া বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ শেষ পর্যায়ে থাকলেও গত ২৭ জুলাই একনেক সভায় অতিরিক্ত ব্যয়ের অজুহাতে এর পরবর্তী কাজ স্থগিত করা হয়। একইভাবে ঢাকা-টঙ্গী-গাজীপুর চার ও দ্বৈত রেললাইন প্রকল্পও দীর্ঘদিনেও শেষ হয়নি। এর ফলে গাজীপুরবাসী ও উত্তরাঞ্চলের যাত্রীদের দুর্ভোগ অসহনীয় হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি সমূহ হলো--
বিআরটি প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করা, প্রাপ্ত ১৮৭টি অত্যাধুনিক এসি বাস চালু করা, ঢাকা-গাজীপুর রেললাইন প্রকল্প দ্রুত শেষ করা, শিববাড়ি বিআরটি টার্মিনাল ও জয়দেবপুর রেলস্টেশনের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ, জয়দেবপুর স্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতি নিশ্চিত করা ও কমিউটার ট্রেনের সময় ও সক্ষমতা বৃদ্ধি করা, সহজে টিকিট প্রাপ্তির ব্যবস্থা ও মাসিক টিকিট চালু করা, রেলক্রসিংয়ে ফ্লাইওভার ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণ করা।
গাজীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো: রেজাউল বাড়ী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন এর সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল বাতেন, গাজীপুর সদর মেট্রো থানা ব্যবসায়িক সংগঠনের (আইবিডব্লিউএফ) সভাপতি মোঃ আসাদুজ্জামান, রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব এস কে সিদ্দিক সরকার, গাজীপুর পূর্বাঞ্চল ঐক্য পরিষদের সভাপতি মোঃ আলী আকবর মিয়া, ভোজপুরি ঐতিহ্য উন্নয়নের সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ দৌল্লাহ।
উপস্থিত ছিলেন মোঃ শামসুল আরেফিন, মোহাম্মদ জাকির হোসেন, তাসলিমা খাতুন, কে এম এ টিটু প্রমুখ।
সংবাদ সম্মেলনের মাধ্যমে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছে—“গাজীপুরের জনগণকে আর অবহেলা নয়, উন্নয়নের প্রকৃত সুফল দিন।”