মাদারীপুর জলা শাখা, বাংলাদেশ জামায়াত ইসলামী’র উদ্যোগে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খান (মাদারীপুর-২) এর সমর্থনে আজ ২২ নভেম্বর এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শোভাযাত্রাটি লেক পাড় মুক্ত মঞ্চ থেকে শুরু হয়ে চরমুগরিয়া, কালির বাজার, হাউসদি কবিরাজপুর, টেকেরহাট বন্দর, রাজৈর, মোস্তফাপুর হয়ে পুনরায় মাদারীপুর শহরে ফিরে আসে। বিভিন্ন এলাকায় শোভাযাত্রা পৌঁছলে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও আলোড়ন সৃষ্টি হয়।
এক পর্যায়ে পথসভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খান জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর জেলা শাখার সম্মানিত সহকারি সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান খান, জেলা সেক্রেটারি হাফেজ মো এনায়েত হোসেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা সভাপতি ,রিফাত হোসাইন,সদর উপজেলা আমীর মাওলানা হুমায়ুন কবীর, রাজৈর উপজেলা আমীর রাজৈর পৌরসভা আমীর শেখ মোশারফ হোসাইন
মাদারীপুর পৌরসভা আমীর মাওলানা আলমগীর হোসাইন এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দিতে দিতে শহরজুড়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন, যা জেলায় ব্যাপক আলোড়ন তোলে।